
খাদ্যভবনে নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী কনস্টেবল
বড়দিনের রাতে ডিউটি জয়েন করার আগেই নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন কলকাতা পুলিশের এক কনস্টেবল । হাসপাতালে নিয়ে গেলে তাঁকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন । মৃত কনস্টেবলের নাম তাপস দাস (৫৩) ৷ লালবাজার সূত্রের খবর, কলকাতা পুলিশের ওই কনস্টেবলের বাড়ি নদিয়ার হরিণঘাটায় ।তদন্ত নেমে ইতিমধ্যেই নিউ মার্কেট থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে । সোমবার রাতে ঘটনাটি ঘটেছে নিউ মার্কেট থানার আওতাধীন খাদ্যভবনে । জানা গিয়েছে, ওই পুলিশকর্মী তাপস দাস ডিউটি জয়েন করার আগেই এই ঘটনাটি ঘটেছে । খবর পেয়ে পরিবারের সদস্যরা আজ ভোরবেলা হরিণঘাটা থেকে কলকাতায় এসেছে । নিউ মার্কেট থানায় গিয়ে অফিসের ইনচার্জ এবং তদন্তকারী আধিকারিকদের সঙ্গে কথা বলেন । ওই কনস্টেবল যে আগ্নেয়াস্ত্রটি ব্যবহার করতেন সেটি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে । কীভাবে গুলি সেখান থেকে চলল তা পরীক্ষা করে দেখা হচ্ছে ।এছাড়াও খাদ্যভবনের ভিতরে যেখানে ঘটনাটি ঘটেছে সেই এলাকার সিসিটিভি ফুটেজ ভালোভাবে পরীক্ষা করে যাচাই করে নেওয়া হচ্ছে যে অসতর্কতার বশে গুলি চলেছে নাকি, তিনি গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন । হাসপাতাল সূত্রে খবর, তাঁর বুকে গুলির আঘাত রয়েছে । তদন্ত নেমে ইতিমধ্যেই লালবাজারের গোয়েন্দা বিভাগ সংশ্লিষ্ট কনস্টেবলের সহকর্মীদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছেন যে মৃত কনস্টেবলের সঙ্গে কোনও সহকর্মীর মনোমালিন্য কিংবা ঝগড়াঝাঁটি হয়েছিল কিনা । এই বিষয়ে নিজের নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, কোনও সম্ভাবনাকেই উড়িয়ে দেওয়া যায় না । মৃত্যুর সঠিক কারণ জানার জন্য তাঁর সহকর্মীদের সঙ্গে আমরা দফায় দফায় কথা বলছি । মৃত কনস্টেবলের ফোন ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে । পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলা হচ্ছে । ওই পুলিশকর্মী দীর্ঘদিন ধরে মানসিক অবস্থাতে ভুগছিলেন কি না, সেটাও দেখা হচ্ছে । তাঁর সহকর্মীদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করা হচ্ছে তারা কোন আভাস পেয়েছিলেন কি না ।