ভোর থেকে দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে রেডরোড, বিজ্ঞপ্তি কলকাতা ট্রাফিক পুলিশের

শহর কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্ত রেডরোড। দিনের ব্যস্ত সময়ে বন্ধ থাকবে রেডরোড। মূলত স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের মহড়ার জন্য এই সিদ্ধান্ত কলকাতা পুলিশের। আর শুধু রেড রোডই নয়, আরও বেশকিছু রাস্তার যান চলাচলেও রাশ টানা হবে বলে জানা যাচ্ছে। পুলিশের তরফে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১১ ও ১৩ অগাস্ট ভোর ৫টা থেকে বেলা ১২টা পর্যন্ত বন্ধ থাকবে রেডরোড এবং সংলগ্ন কয়েকটি রাস্তা। পাশাপাশি ১৪ তারিখ রাত ১০টা থেকে ১৫ তারিখ দুপুর ১২টা বা অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্তও বন্ধ রাখা হবে রেডরোড। এছাড়ও ১৫ তারিখ সকাল ৮টা থেকে গুরু নানক সরণী বা মেয়ো রোডেও যান চলাচল বন্ধ রাখা হবে। শুধু মাত্রছাড় দেওয়া হবে প্যারাডের জন্য আশা গাড়িগুলিকে। পাশাপাশি সকাল ৬টা থেকে দুপুর ১২টা বা অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত বেশকিছু রাস্তায় পণ্যবাহী যানবাহনের চলাচলও বন্ধ রাখা হবে। এখানেই শেষ হয়, আরও বেশকিছু রাস্তা যেমন, হেস্টিং ক্রসিং থেকে জে অ্যান্ড এন আইল্যান্ড পর্যন্ত খিদিরপুর রোড, আর আর অ্যাভিনিউ, প্ল্যাসি গেট রোড, কিংসওয়ে, ডাফরিন রোড, আউট্রাম রোড, এসপ্ল্যানেড ব়্যাম্প ও পশ্চিম গভর্নমেন্ট প্লেসে (শুধুমাত্র দক্ষিণমুখী গাড়ি) সকাল ৬টা থেকে দুপুর ১২টা বা প্যারাড শেষ হওয়া পর্যন্ত বন্ধ রাখা হবে গাড়ি চলাচল।

error: Content is protected !!