১২ বছর বা তার বেশি বয়সীদের ওপর ব্যবহারে ছাড়পত্র পেল কোভোভ্যাক্স

১২ বছর ও তার বেশি বয়সীদের ওপর জরুরি ভিত্তিতে কোভোভ্যাক্সকে ব্যবহারে অনুমতি দিল ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া। সিরামের সিইও আদার পুনাওয়ালা জানিয়েছেন, সিরাম ইনসস্টিটিউটের তৈরি এই করোনা টীকা পরীক্ষায় ৯০ শতাংশ সাফল্য দেখিয়েছে। খুব শীঘ্রই ১২ বছরের কম বয়সীদের ওপরে ব্যবহারেও এই টীকা ছাড়পত্র পাবে বলে জানিয়েছেন তিনি।

error: Content is protected !!