
সমবায় সমিতির ১৪ কোটি টাকা ‘তছরুপ’-এর অভিযোগে ধৃত কৃষ্ণনগরের প্রাক্তন তৃণমূল নেতা
সমবায় সমিতির ১৪ কোটি টাকা তছরুপের অভিযোগ। গ্রেপ্তার কৃষ্ণনগরের তৃণমূলের প্রাক্তন শহর সভাপতি শিবনাথ চৌধুরী। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে বলেই দাবি বর্ষীয়ান প্রাক্তন তৃণমূল নেতার। ধৃত শিবনাথ চৌধুরী তৃণমূলের প্রাক্তন শহর সভাপতি। নদিয়া জেলা সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যান ছিলেন তিনি। ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন। অভিযোগ, সেই সময় কোটি কোটি টাকা তছরুপ করেন শিবনাথ। অভিযোগের জল গড়ায় কলকাতা হাই কোর্টে। এক মহিলা শিবনাথ চৌধুরীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। হাই কোর্টের নির্দেশে গ্রেপ্তার করা হয় বর্ষীয়ান তৃণমূল নেতাকে। কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশ গ্রেপ্তার করে তাকে। শুক্রবার তাঁকে আদালতে পেশ করা হয়েছে। শুধু আর্থিক তছরুপই নয়। মহিলাদের সঙ্গে অশালীন ব্যবহারের অভিযোগও উঠেছে অভিযুক্ত শিবনাথ চৌধুরীর বিরুদ্ধে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা আর্থিক তছরুপ এবং মহিলাদের সঙ্গে অশালীন ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছেন ধৃত তৃণমূল নেতা। তাঁর দাবি, “কলকাতা হাই কোর্ট বৃহস্পতিবার এই মামলাটি ডিসমিস করে দিয়েছে। তা সত্ত্বেও রাজনৈতিক ষড়যন্ত্রে আমাকে গ্রেপ্তার করা হয়েছে। আমার বিরুদ্ধে চক্রান্ত হয়েছে।”