‘২৪ ঘণ্টার মধ্যে অধিকারী পরিবারের আর্থিক বেনিয়ম সামনে আসবে’, হুঁশিয়ারি কুণালের

এবার সম্পত্তির খতিয়ান নিয়ে তৃণমূল-বিজেপির চাপানউতোর তুঙ্গে। আরও স্পষ্টভাবে বললে এ নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট, পালটা পোস্টে কার্যত ‘যুদ্ধ’ শুরু হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী-সহ তৃণমূল নেতৃত্বের সঙ্গে বিরোধী দলনেতার। বুধবার থেকে লাগাতার এ নিয়ে তর্কবিতর্কের মাঝে বড়সড় হুঁশিয়ারি শোনা গেল তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের গলায়। শুক্রবার সাংবাদিক সম্মেলনে তিনি বললেন, ”২৪ ঘণ্টার মধ্যে অধিকারী পরিবারের সমস্ত সম্পত্তি সামনে আসবে। সমস্ত আর্থিক বেনিয়ম সামনে আসবে। তথ্য-পরিসংখ্যান দিয়ে দেখানো হবে, কী কী আর্থিক বেনিয়ম হয়েছে। হিসেবে গরমিল হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে অধিকারী ব্রাদার্স, অধিকারী প্রাইভেট লিমিটেডের আর্থিক দুর্নীতি সামনে আসবে। সব কিছুর উত্তর দিতে হবে। এই ঘড়ি ধরে বলছি। এসবের উত্তরও দিতে হবে তাঁদের।”

error: Content is protected !!
21:00