‘বিজেপি-সিপিআইএমের দালাল’! বিচারপতি গাঙ্গুলির ‘যোগীর থেকে বুলডোজার ভাড়া করুন’ নিদানের পালটা কটাক্ষ কুণালের

 মানিকতলায় বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, ‘গুন্ডাদের কীভাবে শায়েস্তা করতে হয় আমি জানি। দরকারে যোগী আদিত্যনাথের থেকে বুলডোজার ভাড়া করুন’। কলকাতা পুরসভার আইনজীবীকে উদ্দেশ্য করে এই বক্তব্য রাখেন বিচারপতি।   অন্যদিকে তৃণমূল নেতা কুণাল ঘোষ শুক্রবার দুপুরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে বলেন, ‘বুলডোজার যদি দরকার হয়ে তাহলে, তিনি কী দেখতে পারছেন না রজ্যসরকারের কাছেও বুলডোজার আছে। অন্ধ বিরোধী তৃণমূল’। কুণাল ঘোষ আরও বলেন, ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ দেখানোর লড়াইয়ে পিছিয়ে পড়েছেন। বুলডোজার যদি দরকার হয় তাহলে রাজ্য সরকারের বুলডোজার আছে সেটা দেখতে পারেন না। বিজেপি উত্তরপ্রদেশের দিকে এগিয়ে যেতে চাইছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তৃণমূল বিরোধী বিজেপি সিপিআইএম-এর দালাল’।

error: Content is protected !!