‘বাক্যগঠন পুনর্বিবেচনা করুন’, অভিষেক প্রসঙ্গে সুব্রত বক্সিকে পরামর্শ কুণাল ঘোষের

আজ, সোমবার ১ জানুয়ারি ইংরেজি নতুন বছরের প্রথমদিন। আবার তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাদিবসও। রাজ্যজুড়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করলেন দলের কর্মী-সমর্থকরা। দলনেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, ‘কোনও অপশক্তির কাছে মাথা নত নয়। সকল রক্তচক্ষুকে উপেক্ষা করেই সাধারণ মানুষের জন্য আমাদের সংগ্রাম আজীবন চলবে’। এদিন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি বলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভারতের রাজনীতিতে আমাদের সাধারণ সম্পাদক। স্বাভাবিকভাবেই এই নির্বাচনে  অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করেন, নিশ্চিতভাবে আমার ধরনা, তিনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না। যদি লড়াই করেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কেই সামনে রেখে লড়াই করবেন। এবং জোড়াফুলকে সামনে রেখেই লড়াই করবে এব্যাপারে নিশ্চিত। মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক যিনি আছেন, একত্রিত লড়াই করে বাংলার বুক থেকে বিজেপি ঠেকিয়ে দেবে। এই প্রত্যাশা আমাদের আছে’। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের পাল্টা, ‘অভিষেকের পিছিয়ে যাওয়ার কথাটা আসছে কী করে? আমার মনে হয়, এই বাক্য়গঠনটায় কোনও একটু সমস্যা আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করার জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলেই আছেন, তৃণমূলেই থাকবেন।  এই অভিষেক পিছিয়ে যাবে না, এই বাক্যগঠনটা বোধহয় পুনর্বিবেচনা প্রয়োজন। অভিষেকে পিছিয়ে যাবে না, মানেটা কী? ও তো নেতা, নেতৃত্ব দিচ্ছে’।

error: Content is protected !!