করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা নিয়ে বিস্ফোরক অডিও টুইট করলেন কুণাল ঘোষ

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পরে শনিবার একটি অডিও প্রকাশ করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। যাতে শোনা যাচ্ছে দু’ই রেল আধিকারিকের কথা। তা ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। যে অডিও ভাইরাল তার সত্যতা যাচাই করেনি বঙ্গনিউজ। ওই অডিও ক্লিপে শোনা যাচ্ছে একজন বলছেন, চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসকে বিভ্রান্তিকর ইঙ্গিত দেওয়া হয়েছিল। সিগন্যাল ছিল মেইন লাইনের দিকে, পয়েন্টার ছিল লুপ লাইনের দিকে। তাঁর প্রশ্ন এমনটা কী করে সম্ভব? আরেকজনের কথায়, স্থানীয় কর্মী কেউ কোনও গোলমাল করলেই তা হতে পারে। সিগনাল ছিল মেনলাইনের, পয়েন্ট ছিল লুপলাইনে। রেলের দুই কর্তার কথোপকথন। অডিওর সত্যতা যাচাই হয়নি। বিষয়টা তদন্তসাপেক্ষ। বড়সড় গোলমাল আছে রেল দুর্ঘটনার পেছনে।  অডিও প্রকাশ করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল লিখেছেন, ‘সিগনাল ছিল মেনলাইনের, পয়েন্ট ছিল লুপলাইনে। রেলের দুই কর্তার কথোপকথন। অডিওর সত্যতা যাচাই হয়নি। বিষয়টা তদন্তসাপেক্ষ। বড়সড় গোলমাল আছে রেল দুর্ঘটনার পেছনে’। উপযুক্ত তদন্তের দাবি জানিয়েছেন কুণাল।