৫ নতুন জেলা পেল লাদাখ, বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

পাঁচটি নতুন জেলা পেল লাদাখ। সোমবার বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জাংস্কর, দ্রাস, শাম, নুব্রা এবং চাংথাংকে জেলার তকমা দেওয়া হলো। সোশ্যাল মিডিয়া পোস্টে বড় এই ঘোষণা করে অমিত শাহ লেখেন, ‘মোদী সরকার লাদাখের বাসিন্দাদের জন্য নতুন নতুন সুযোগ তৈরি করে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এই পাঁচটি জেলা তৈরির হলে সাধারণ মানুষ দুয়ারে সরকারি পরিষেবা পাবেন।’ অমিত শাহের এই ঘোষণার পরই প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তিনি এক্স হ্যান্ডল পোস্টে লেখেন, ‘আরও উন্নত প্রশাসন এবং লাদাখের উন্নয়নের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জ়াংস্কর, দ্রাস, শাম, নুব্রা এবং চাংথাং-কে এবার জেলা হিসেবে আরও বেশি নজর দেওয়া হবে। সাধারণ মানুষের দুয়ারে সমস্ত সরকারি পরিষেবা আরও সহজভাবে পৌঁছে দেওয়া হবে। লাদাখের মানুষকে অনেক অভিনন্দন জানাই।’

error: Content is protected !!