
যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় ধৃত সপ্তককে নিয়ে মেন হস্টেলে চলছে ঘটনার পুনর্নির্মাণ
যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় ধৃতদের মধ্যে প্রাক্তনী সপ্তক কামিল্যাকে শুক্রবার নিয়ে আসা হল মেন হস্টেলে। ৯ আগস্ট রাতে ঠিক কী ঘটেছিল–সপ্তককে নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওই হস্টেলে ৯ আগস্ট রাতের ঘটনার পুনর্নির্মাণ করা হবে। প্রসঙ্গত, ছাত্র মৃত্যুর ঘটনায় এখনও অবধি গ্রেপ্তার হয়েছেন নয় জন। প্রত্যেকেই রয়েছেন পুলিশ হেফাজতে। তাদেরকে আলাদা আলাদা ভাবে জিজ্ঞাসাবাদও করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ন’জনের বক্তব্যে অসঙ্গতি পাওয়া গিয়েছে। প্রকৃত সত্যের খোঁজেই তাই ধৃতদের প্রত্যেককে আলাদা আলাদা ভাবে হস্টেলে নিয়ে গিয়ে ঘটনাটির পুনর্নির্মাণ করার পরিকল্পনা রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এর মধ্যে শুক্রবার সপ্তককে নিয়ে আসা হল মেন হস্টেলে। এর পর বাকি আট জনকেও আলাদা আলাদা ভাবে নিয়ে আসা হবে। কলকাতা পুলিশের ডিসি (দক্ষিণ শহরতলি) বিদিশা কলিতা দাশগুপ্তের নেতৃত্বে শুক্রবার পৌনে দু’টো নাগাদ শুরু হয়েছে যাদবপুরের মেন হস্টেলে ঘটনার পুনর্নির্মাণের কাজ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রত্যেককে দিয়ে এই পুনর্নিমাণের প্রক্রিয়াটি শেষ হতে এক দিনেরও বেশি সময় লাগতে পারে।