
চাকরিহারাদের উপর লাঠিচার্জ থেকে লাথি, ডিসি’র কাছে রিপোর্ট তলব করল লালবাজার
কসবার ডিআই অফিসে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের উপর লাঠিচার্জ করে পুলিশ ৷ লাথি মারার ঘটনা ঘটে বলে অভিযোগ । ঘটনার একটি পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করল লালবাজার । কলকাতা পুলিশের ডিসি (সাউথ সাবার্বান) বিদিশা কলিতার কাছ থেকে এই রিপোর্ট তলব করা হয়েছে । পাশাপাশি কলকাতা পুলিশের তরফ থেকে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে । লালবাজার সূত্রে খবর, সংশ্লিষ্ট পূর্ণাঙ্গ রিপোর্টের মাধ্যমে কলকাতা পুলিশের ডিসি (সাউথ সাবারবান) বিদিশা কলিতার থেকে লালবাজারের তরফ থেকে জানতে চাওয়া হয়েছে, বুধবার চাকরিহারাদের রাজ্যজুড়ে ডিআই অফিস ঘেরাও-এর কর্মসূচি ছিল ৷ ফলে কসবার এটি একটি পূর্বপরিকল্পিত কর্মসূচি ছিল । আর এই পূর্বপরিকল্পিত কর্মসূচিতে কেন এবং কী পরিস্থিতি তৈরি হল যে, পুলিশকে লাঠিচার্জ করতে হল ? প্রথমে ঘটনাটি সঠিক কী ঘটেছিল ?