
গুরুতর অসুস্থ লালুপ্রসাদ যাদব, ভর্তি দিল্লির এইমস-এ
স্বাস্থ্যের অবনতি রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালুপ্রসাদ যাদবের। বুধবার দুপুরে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল পাটনার পরস হাসপাতালে। কিন্তু লালুপ্রসাদের শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় সন্ধ্যার মধ্যেই তাঁকে উড়িয়ে নিয়ে আসা হয় নয়াদিল্লিতে। নয়াদিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। জানা গিয়েছে নিম্ন রক্তচাপ এবং রক্তচাপজনিত অন্যান্য জটিলতা রয়েছে আরজেডি প্রধানের। সংবাদ সংস্থা এএনআই-কে পরস হাসপাতালের পালমোনারি মেডিসিন বিভাগের প্রধান ডাঃ প্রকাশ সিনহা বলেছেন, ‘তাঁর জ্বরও হয়েছে। তার জন্য তাঁকে ওষুধ দেওয়া হয়েছে। যখন তিনি প্রথম আমাদের এখানে আসেন, তখন তিনি কিছুটা দুর্বল ছিলেন। কিন্তু শিগগিরই তিনি চিকিৎসায় সাড়া দিতে শুরু করেন। তার পর তিনি আমাদের সকলের সঙ্গে কথাও বলেছেন। আজই তাঁকে দিল্লি নিয়ে যাওয়া হবে।’ স্বাস্থ্যের অবনতি রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালুপ্রসাদ যাদবের। বুধবার দুপুরে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল পাটনার পরস হাসপাতালে। কিন্তু লালুপ্রসাদের শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় সন্ধ্যার মধ্যেই তাঁকে উড়িয়ে নিয়ে আসা হয় নয়াদিল্লিতে। নয়াদিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। জানা গিয়েছে নিম্ন রক্তচাপ এবং রক্তচাপজনিত অন্যান্য জটিলতা রয়েছে আরজেডি প্রধানের। সংবাদ সংস্থা এএনআই-কে পরস হাসপাতালের পালমোনারি মেডিসিন বিভাগের প্রধান ডাঃ প্রকাশ সিনহা বলেছেন, ‘তাঁর জ্বরও হয়েছে। তার জন্য তাঁকে ওষুধ দেওয়া হয়েছে। যখন তিনি প্রথম আমাদের এখানে আসেন, তখন তিনি কিছুটা দুর্বল ছিলেন। কিন্তু শিগগিরই তিনি চিকিৎসায় সাড়া দিতে শুরু করেন। তার পর তিনি আমাদের সকলের সঙ্গে কথাও বলেছেন। আজই তাঁকে দিল্লি নিয়ে যাওয়া হবে।’ তেজস্বী যাদব দাবি করেছেন, এয়ার অ্য়াম্বুল্যান্সে নয়, সাধারণ বিমানেই দিল্লি গিয়েছেন লালুপ্রসাদ যাদব। তিনি আরও জানান, তাঁর বাবার পিঠে এবং হাতে ব্যথা রয়েছে। তেজস্বী যাদব বলেন, ‘দিল্লির উদ্দেশে বিমান ধরতে বিকেলে বিমানবন্দরে পৌঁছেছিলেন লালুজি। আমার মা রাবড়ি দেবী তাঁর সঙ্গে ছিলেন। রক্তচাপ হঠাৎ কমে যাওয়ার পর আমরা তাঁকে দ্রুত পরস হাসপাতালে নিয়ে গিয়েছিলাম।’