দার্জিলিংয়ে ধস, ভেঙে পড়ল বাড়ি, মৃত ১ প্রৌঢ়

দার্জিলিংয়ে ধসে চাপা পড়ে মৃত প্রৌঢ়। মৃতের নাম বাবুলাম রাই (৫৯)। পাতাবঙের ডান্ডাবাড়ি গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। প্রসঙ্গত, গত কয়েক দিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে। গত মঙ্গলবারই দার্জিলিং, কালিম্পঙে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছিল আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার গোটা দিন জুড়েই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয় দার্জিলিঙে। রাতের দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমে। এর পরেই পাতাবঙের ডান্ডাবাড়িতে ধস নামে। তাতেই ভেঙে পড়ে বাবুলামের বাড়ি। মাটি, পাথর চাপা পড়ে তিনি মারা যান। ঘটনার সময় তিনি বাড়িতে একাই ছিলেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। শুক্রবার সকালে তাঁর দেহ উদ্ধার করা হয়। 

error: Content is protected !!