আবার অশান্তি, গুলির লড়াই! সোপিয়ানে লস্করের ৩ জঙ্গিকে খতম করল নিরাপত্তা বাহিনী

ভারত-পাক উত্তেজনার আবহে আবারও জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই ৷ তাতে মঙ্গলবার সকালে সোপিয়ান জেলার কেল্লারের শুক্রু এলাকায় তিন জঙ্গিকে খতম করল বাহিনী ৷ এই তিনজন লস্কর-ই-তৈবার সদস্য বলে জানা গিয়েছে ৷ সূত্রের খবর পহেলগাঁওয়ে যে জঙ্গিরা হামলা চালিয়েছিল তারাও এই এলাকায় লুকিয়ে থাকতে পারে বলে জানা গিয়েছে ৷ তাদের খোঁজেও তল্লাশি শুরু হয়েছে ৷ বাহিনীর তরফে এই অপারেশনের নাম দেওয়া হয়েছে অপারেশন কেল্লার ৷ গত 22 এপ্রিল পহেলগাঁওয়ে পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালিয়েছিল এই লস্করেরই ছায়া সংগঠন টিআরএফের জঙ্গিরা ৷ হামলার অব্যবহিত পর তারা দায়ও স্বীকার করেছিল ৷ পহেলগাওঁয়ের বৈসরনের সেই জঙ্গি হানায় প্রাণ গিয়েছিল 26 জনের ৷ এবার লস্করের তিন জঙ্গিকে নিকেশ করা হল ৷ এক আগে অপারেশন সিঁদুর করে পাক-অধিকৃত কাশ্মীরে লস্করের শক্ত ঘাঁটি বলে মুরিদকে আঘাত হেনেছিল ভারতীয় সেনা ৷ গুঁড়িয়ে দেওয়া হয়েছিল জঙ্গিঘাঁটি ৷ আরও একবার লস্করকে নিশান করা হল ৷ জানা গিয়েছে, এদিন সকালে নিরাপত্তা বাহিনীর কাছে খবর আসে দক্ষিণ কাশ্মীরের কেল্লারে বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে আছে ৷ তাদের মধ্যে পহেলগাঁওয়ে পর্যটকদের উপর আঘাত হানা জঙ্গিরাও থাকতে পারে বলে জানা যায় ৷ এরপরই ভারতীয় সেনা, সিআরপিএফ এবং উপত্যকার পুলিশ একসঙ্গে একটি অভিযান শুরু করে ৷ তাতেই প্রাণ যায় তিন জঙ্গির ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও গুলির লড়াই থামেনি ৷ আত্মগোপন করে থাকা জঙ্গিদের কাবু করতে মরিয়া বাহিনী ৷

error: Content is protected !!