আয়কর রির্টান জমা দেওয়ার মেয়াদ বাড়ালো না কেন্দ্রীয় অর্থমন্ত্রক

আর মেয়াদ বাড়াল না অর্থমন্ত্রক৷ আজ, ৩১ ডিসেম্বর আয়কর রিটার্ন  জমা দেওয়ার শেষ দিন৷ ফলে আয়করদাতাদের হাতে আর কয়েকঘণ্টা সময়৷ শুক্রবার নির্মলা সীতারমনের অর্থমন্ত্রক জানিয়ে দেয়, আয়কর রিটার্ন দাখিল করার মেয়াদ আর বাড়ানো হচ্ছে না৷ আজই শেষ হচ্ছে সময়সীমা৷ এদিকে কেন্দ্রের এই ঘোষণায় অসুবিধায় পড়েছেন মেয়াদবৃদ্ধির অপেক্ষায় বসে থাকা করদাতারা৷ আয়করদাতারা প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে রিটার্ন জমা দেন৷ কিন্তু করোনা আবহে সেই সময়সীমা বৃদ্ধি করে কেন্দ্র৷ শেষ সময়সীমা ছিল ৩১ ডিসেম্বর৷ কিন্তু এরপর আর মেয়াদ বাড়াতে নারাজ সরকার৷ কেন্দ্রীয় রাজস্ব সচিব তরুণ বাজাজ জানান, গত বছরের তুলনায় এবার রিটার্ন বেশি জমা পড়েছে৷ এখন পর্যন্ত ৫.৬২ কোটি আয়কর রিটার্ন জমা পড়েছে৷ এদিনই ২০ লক্ষ রিটার্ন জমা পড়ে৷ মাত্র এক ঘণ্টার মধ্যে তিন লক্ষ আয়কর রিটার্ন জমা দেন আয়করদাতারা৷ মধ্যে কেউ আয়কর রিটার্ন জমা দিতে না পারলে কী হবে? কেন্দ্র জানিয়েছে, চলতি অর্থবর্ষের ৩১ মার্চ ২০২২ পর্যন্ত রিটার্ন জমা করা যাবে৷ সেক্ষেত্রে সর্বাধিক পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হবে আয়করদাতাকে৷ বছরে পাঁচ লক্ষ টাকার বেশি রোজগার হলে সেক্ষেত্রে আয়করদাতাকে এক হাজার টাকা জরিমানা দিকে হবে৷