বাবা সিদ্দিকির হত্যার দায় স্বীকার করল বিষ্ণোই গ্যাং, ফের সলমন খানকে হুমকি
মহারাষ্ট্রের NCP নেতা বাবা সিদ্দিকির মৃত্যুর দায় স্বীকার করল লরেন্স বিষ্ণোই গ্যাং। ওই গ্যাংয়ের এক সদস্যের পোস্ট ভাইরাল হয়েছে। সেখানে এই ঘটনার দায় স্বীকার করার পাশাপাশি কড়া হুমকি দেওয়া হয়েছে অভিনেতা সলমন খানকেও। যদিও এই পোস্টের সত্যতা যাচাই করে দেখেনি বঙ্গনিউজ। ৬৬ বছরের রাজনীতিবিদ বাবা সিদ্দিকিকে শনিবার রাতে বান্দ্রা পশ্চিমে তাঁর ছেলের অফিসের বাইরে গুলি করে হত্যা করা হয়। ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। ধৃত গুরমেইল বলজিৎ সিং এবং ধরমরাজ রাজেশ কাশ্যপ যে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য তা একপ্রকার নিশ্চিত পুলিশ। রবিবার একটি ফেসবুক পোস্টে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের এক সদস্য নিজেই জানিয়েছে, বলিউড অভিনেতা সলমন খান এবং আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই খুন করা হয়েছে বাবা সিদ্দিকিকে। পোস্টে ওই সদস্য লেখে, ‘আমি যা সঠিক মনে করি, তাই করি। বন্ধুত্বের খাতিরে এ বারও তাই করেছি।’ একইসঙ্গে লেখা হয়েছে, ‘সলমন খান, আমরা তোমার সঙ্গে এই যুদ্ধটা চাইছি না। কিন্তু তোমার জন্য আমাদের ভাইকে হারিয়েছি। আজ বাবা সিদ্দিকির ভদ্রতা শেষ করে দেওয়া হলো। একটা সময় তিনি MCOCA (মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজ়ড ক্রাইম অ্যাক্ট)-এর আওতায় ছিলেন। বলিউড, রাজনীতি এবং সম্পত্তি লেনদেন মারফত দাউদের সঙ্গে যোগসাজশের জন্যই তাঁর মৃত্যু হয়েছে।’