
বিচারপতি ডিকে শর্মার কলকাতা হাইকোর্টে বদলি রুখতে আন্দোলনে আইনজীবীরা
দিল্লি হাইকোর্টের বিচারপতি দীনেশ কুমার শর্মাকে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে বদলির সুপারিশ করার পরই সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সিদ্ধান্ত পুনর্বিবেচনা ও প্রত্যাহার করার দাবি জানিয়েছিল কলকাতা হাইকোর্টের আইনজীবীদের তিনটি সংগঠন । তারা এব্যাপারে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠিও দিয়েছিল ৷ বিচারপতি শর্মার বদলি আটকাতে মরিয়া হাইকোর্টের আইনজীবীদের তিনটি সংগঠন এবার আন্দোলনে নামল ৷ তাদের অনুরোধ, প্রতিবাদ কর্মসূচি হিসাবে আইনজীবীরা যেন আজ কোনও মামলার শুনানি প্রক্রিয়ায় অংশ না-নেন ৷ কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক শঙ্কর প্রসাদ দলপতি, বার লাইব্রেরি ক্লাবের সম্পাদক সব্যসাচী চৌধুরী ও ইনকরপোরেটেড ল সোসাইটির সম্পাদক পরিতোষ সিনহা এদিন সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, দিল্লি হাইকোর্টের বিচারপতি দীনেশ কুমার শর্মার বদলির সুপারিশ আর পাঁচজন বিচারপতির বদলির মতো নয় । সাম্প্রতিক কালে বিচারপতি শর্মার বিরুদ্ধে ওঠা কিছু আপত্তিকর অভিযোগের ভিত্তিতেই তাঁকে কলকাতা হাইকোর্টে বদলির সুপারিশ করা হয়েছে । বিচারপতি শর্মা দিল্লি হাইকোর্টে সাম্প্রতিক কালে অন্তত 45টি মামলা পার্ট হার্ড (আংশিক শোনা) করে রেখে দিয়েছিলেন, যাতে পরে তিনি ফের ওই মামলা শুনতে পারেন । সংগঠনগুলির সম্পাদকেরা দাবি করেছেন, “কলকাতা হাইকোর্টকে ডাম্পিং গ্রাউন্ড হিসাবে ব্যবহার করা চলবে না । এর আগেও কলকাতা হাইকোর্টে একাধিক বিচারপতির বদলি করা হয়েছে, যাঁরা দু-এক বছরের জন্য এখানে এসেছেন । সেই তুলনায় কলকাতা হাইকোর্টেরই অনেক বিচারপতিকে দেশের অন্য হাইকোর্টে বদলি করা হয়েছে । প্রয়োজনে তাঁদের ফিরিয়ে আনা হোক ।”