ঘূর্ণিঝড় মন্দৌসের বলি ৪, লন্ডভন্ড তামিলনাড়ু

এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, ঘূর্ণিঝড়ের বলি চার। আহত বেশ কয়েকজন।  কয়েকজনের আঘাত গুরুতর। তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৭৫ থেকে ৮৫ কিলোমিটার।  বড় ধরনের বিপদ এড়াতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ফলে, চেন্নাই-সহ অধিকাংশ এলাকা অন্ধকারে। বিমান পরিষেবা ব্যাহত হয়েছে। ঘূর্ণিঝড় শুরুর আগে চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর ১৩টি অন্তর্দেশীয় এবং তিনটি উডা়ন বাতিল করে দেওয়া হয়েছে। রাস্তায় গাছ পড়ে থাকায় যান চলাচলে ব্যাঘাত ঘটছে। ঝড়ের কারণে এখানকার সব স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  তিরুভালুর, কাঞ্চিপুরম, ছেঙ্গালপাত্তুতে এখনও পর্যন্ত ১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।  চেন্নাইয়ে মোট বৃষ্টিপাতের পরিমাণ এখনও পর্যন্ত ১১৫.১ মিলিমিটার। শুক্রবার রাত থেকে শুরু হয় ঝড়ের তাণ্ডব। রাত দেড়টা নাগাদ মহাবলীপুরমের উপর দিয়ে অতিক্রম করে মন্দৌস।

error: Content is protected !!