করোনায় আক্রান্ত লীনা গঙ্গোপাধ্যায়

করোনা আক্রান্ত টেলিভিশন জগতের বিখ্যাত চিত্রনাট্যকার এবং পরিচালক লীনা গঙ্গোপাধ্যায়। সূত্রের খবর, গত মঙ্গলবার পরিচালক লীনা গঙ্গোপাধ্যায়র কোভিড ১৯ টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। গত ২০ মার্চ লীনা গঙ্গোপাধ্যায় ফেসবুকে লেখেন, তিনি অসুস্থ, আর সেকারণে ফোন ধরতে পারছেন না। জ্বর হয়েছিল লীনা গঙ্গোপাধ্যায়ের। আশপাশের পরিস্থিতি দেখে সময় নষ্ট করেননি তিনি। তাড়াতাড়ি কোভিড টেস্ট করান। এরপর রিপোর্ট আসে পজিটিভ। বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। চিকিৎসকদের পরামর্শ মেনে চলছেন। তাঁর কোনও কোমর্বিডিটি নেই। যদিও রক্তচাপের সমস্যা রয়েছে তাঁর। তবে কোভিডের কারণে নতুন করে কোনও অসুস্থতা দেখা দেয়নি। লীনা জানিয়েছেন, “লেখিকাকে ফ্লোরে যেতে হয় না। তাই সংক্রমণের সমস্যা নেই। শুটিং থামছে না। বাড়ি থেকেই চিত্রনাট্যের কাজ করব।” লীনা গঙ্গোপাধ্যায়ের করোনা আক্রান্ত হওয়ার খবরে উদ্বিগ্ন চলচ্চিত্র জগতের শিল্পী ও তাঁর সহকর্মীরা। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন সহকর্মীরা।