জলপাইগুড়ির নাগরাকাটার চা বাগানে ছাগলের টোপ দিয়ে পাতা খাঁচায় বন্দি চিতাবাঘ

চা বাগানে খাঁচাবন্দি হল একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। শনিবার ভোরে জলপাইগুড়ির নাগরাকাটার কাঁঠালধূরা চা বাগানে খাঁচাবন্দি হয় চিতাবাঘটি। এনিয়ে গত তিনদিনে ওই বাগান থেকে দুটি চিতাবাঘ খাঁচাবন্দি হল। তবে সেখানে আরও চিতাবাঘ আছে বলে আশঙ্কা করছেন শ্রমিকরা। বাগানের ম্যানেজার প্রদীপ কুমার বিশ্বাস বলেন, ‘মোট তিনটি চিতাবাঘ শ্রমিকরা বেশ কিছুদিন ধরেই দেখছিলেন। এর মধ্যে দুটি ধরা পড়ল। বন দপ্তরকে অনুরোধ করা হয়েছে ফের খাঁচা পাতার জন্য।’ এদিন চা বাগানের ৬ নম্বর সেকশনে খাঁচা পাতা হয়েছিল। গত বৃহস্পতিবার ১৬ নম্বর সেকশন থেকে একটি চিতাবাঘ ধরা পড়েছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোরে চিতাবাঘটির তর্জন-গর্জন শোনা যাচ্ছিল। শ্রমিকরা ছুটে এসে দেখেন ছাগলের টোপ দিয়ে পাতা খাঁচায় বন্দি হয়েছে চিতাবাঘটি। খবর দেওয়া হয় বন দপ্তরে। আসেন ডায়না রেঞ্জ ও খুনিয়া রেঞ্জের কর্মীরা। পৌঁছায় নাগরাকাটা থানার পুলিশও। পরে বনকর্মীরা চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যান।

error: Content is protected !!