
পার্কস্ট্রিটে বহুতলের লিফট ছিঁড়ে মৃত ১
পার্কস্ট্রিট এলাকায় ভয়াবহ দুর্ঘটনা। বহুতলের লিফট ছিঁড়ে মৃত্যু হল এক ব্যক্তির। জানা গিয়েছে, গ্রাউন্ট ফ্লোরে লিফটের শাফটে মুখ ঢুকিয়ে সেটিকে পরীক্ষা করছিলেন পেশায় লিফট অপারেটার ওই ব্যক্তি। সেই সময় তৃতীয় তল থেকে আচমকাই লিফটটি ছিঁড়ে ওই ব্যক্তির উপর এসে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় হেস্টিংস থানার পুলিশ। পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও। পার্ক স্ট্রিটের ওই বহুতলের ভেঙে পড়া লিফট সরিয়ে চাপা পড়া রহিম খানকে উদ্ধার করা হয়। উদ্ধারকার্যে হাত লাগায় দমকলও। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় লিফটের একেবারে নীচে থেকে যুবককে বের করে আনা সম্ভব হয়। যদিও এরপর তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, পার্ক স্ট্রিটের ওই বহুতলে মোট চারটি লিফট রয়েছে। এর আগেও একাধিবার লিফট নিয়ে সমস্যা দেখা গিয়েছে। তৃতীয় লিফটটি প্রায়শই চার তলা থেকে এক তলায় নেমে যাচ্ছিল। ফলে মেরামতির জন্য বুধবার সকাল থেকে কাজ শুরু হয়। আর সে সময়ই ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা।