
মহারাষ্ট্রে বজ্রাঘাতে মৃত ৩ মহিলা সহ ৫
ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্র। বুধবার মহারাষ্ট্রের চন্দ্রপুরে বজ্রাঘাতে প্রাণ হারালেন ৫ জন। চন্দ্রপুরের তিনটি ভিন্ন এলাকায় বজ্রপাতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রশাসন সূত্রে খবর, মৃতদের মধ্যে ৩ জন মহিলা রয়েছেন। মৌসম ভবন সূত্রে খবর, বুধবারের পর বৃহস্পতিবারেও চন্দ্রপুরে ভারী বৃষ্টির কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাঠে চাষের কাজের করার সময়েই বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ওই ৫ জন। ভারী বৃষ্টির মাঝে বজ্রাঘাতের ঘটনা এড়াতে বাসিন্দাদের বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে প্রশাসন।