
লিভ টুগেদার ও সমকামী সম্পর্কগুলিকেও দিতে হবে পরিবার স্বীকৃতি, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
এবার লিভ টুগেদার বা সমকামী সম্পর্কগুলিকেও পরিবারের মর্যাদা দিতে হবে বলে মন্তব্য করল সুপ্রিম কোর্ট। শুধুমাত্র বিবাহিত নারী-পুরুষ এবং তাঁদের সন্তান থাকলেই পরিবার, এই ধারণা থেকে বেরিয়ে আসা দরকার বলে মত দিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের দুই বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং এ এস বোপান্না অন্য ধরনের পরিবারকেও আইনি স্বীকৃতি দেওয়ার কথা বলেছেন । রবিবার একটি মামলার রায় দিয়েছে এই দুই বিচারপতির বেঞ্চ। সেখানে বলা হয়েছে, নানা কারণেই একটি পরিবারের অবস্থান বদল হতে পারে। কোনও সদস্যের মৃত্যু হলে বা পুনর্বিবাহ করলে গোটা পরিবারের সমীকরণ পালটে যায়। সেই কথা মাথায় রেখেই বলা হচ্ছে, সকল প্রকারের সম্পর্ককেই পরিবারের স্বীকৃতি দিতে হবে। কেউ যদি বিয়ে না করে একসঙ্গে থাকেন, তাহলে তাঁদেরও পরিবার হিসাবে গণ্য করতে হবে। সমকামীরাও যদি লিভ ইন করেন তাহলেও তাঁরা পরিবার হিসাবে স্বীকৃতি পাবেন।একজন নার্সের মামলার রায় দিতে গিয়েই এই পর্যবেক্ষণ করা হয়েছে শীর্ষ আদালতের তরফে।