ফের জম্মু ও কাশ্মীরে যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের, পাল্টা জবাব ভারতের 

 জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর ফের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান ৷ পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনাও ৷ এই নিয়ে পরপর ৩ রাত্রি গুলি ছুঁড়ল পাক সেনা ৷ রবিবার এমনটাই জানানো হয়েছে ভারতীয় সেনার তরফে ৷ গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বর্বরোচিত হামলায় ২৮ জনের মৃত্যু হয়েছে ৷ আহতের সংখ্যা একাধিক ৷ পর্যটকদের উপর সেদিনের জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে ভারত সরকার ৷ এই আবহে নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় সেনাকে লক্ষ্য করে গুলি চালিয়ে যাচ্ছে পাক সেনা ৷ এই বিষয়ে রবিবার নিরাপত্তা আধিকারিকদের তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে ৷ সেই বিবৃতি অনুযায়ী, “কাশ্মীর উপত্যকায় তুতমারি গলি ও রামপুর সেক্টরের বিপরীতে নিয়ন্ত্রণরেখা বরাবর বিনা প্ররোচনায় গুলি চালিয়ে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান ৷ ২৬-২৭ এপ্রিল রাতে পাকিস্তানের একাধিক পোস্ট থেকে ছোট বন্দুক দিয়ে গুলি চালানো হয়েছে ৷ অবশ্য, ঘটনায় পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনীও ৷” পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় সন্ত্রাসী হামলার পর দুই দেশের সীমান্ত উত্তপ্ত হয়ে উঠেছে ৷ নিয়ন্ত্রণরেখা বরাবর চলছে গোলাগুলি ৷ পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদের নিষ্ক্রীয় করার জন্য উপত্যকার প্রতিটি সীমান্তবর্তী এলাকায় জারি করা হয়েছে ‘হাই অ্য়ালার্ট’ ৷ এই আবহে বৃহস্পতিবার রাতে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর কিছু জায়গায় পাকিস্তানি সেনাবাহিনী গুলিবর্ষণ করেছে বলে জানা গিয়েছে ৷ একই ঘটনার পুনরাবৃত্তি হয় শুক্রবার ও শনিবার ভোরেও ৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের হামলা চালাল পাকিস্তানি সেনা ৷ তবে, প্রতিটি হামলার পাল্টা জবাব দিয়ে নিজেদের কড়া অবস্থান বুঝিয়ে দিয়েছে ভারতীয় সেনা ৷ অন্যদিকে, উপত্যকায় লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে বিভিন্ন এলাকায় রীতিমতো চিরুনি তল্লাশি অভিযান শুরু করেছে সেনা, সিআরপিএফ ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথবাহিনী ৷ শনিবার দক্ষিণ কাশ্মীরের কুলগামে তল্লাশি অভিযান চলাকালীন জঙ্গিদের দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতদের কাছ থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে সেনার তরফে ৷

error: Content is protected !!