শিয়ালদহ দক্ষিণ শাখায় অবরোধের জেরে ব্যাহত ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখার রেল অবরোধের জেরে দীর্ঘক্ষণ ব্যাহত ট্রেন চলাচল। রেল পুলিশ সূত্রে খবর, এদিন ভোরে মালগাড়ি যাওয়ার কারণে সকাল ৬.১০ মিনিটের লোকাল ট্রেন বাতিল করা হয় । তাতেই ক্ষুব্ধ নিত্যযাত্রীরা । ঘটনাস্থলে পৌঁছেছে রেল পুলিশ । বিক্ষোভকারীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। এদিন ট্রেন বাতিলের পরেই ক্যানিং শাখার বেতবেড়িয়া স্টেশনে বিক্ষোভ দেখাতে শুরু করেন যাত্রীরা । ওভার হেডের তারে কলাপাতা ফেলে রেল অবরোধ করা হয় । বিক্ষোভের জেরে শিয়ালদহ দক্ষিণ শাখার বেশ কয়েকটি ট্রেন পরপর দাঁড়িয়ে যায় । ফলে সময়ে গন্তব্যে পৌঁছতে পারেননি অনেকেই । কাজে যেতেও বিকল্প পথ ধরতে হয় অনেককে । স্বাভাবিকভাবেই সাতসকালে কাজে বেরিয়ে সমস্যায় পড়ায় পালটা ক্ষোভ প্রকাশ করেছেন অনেক যাত্রী ।

error: Content is protected !!