বিহারে আগামী ২৫ মে পর্যন্ত বাড়ল লকডাউনের মেয়াদ

বিহারে লকডাউনের সময়সীমা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিল নীতীশ কুমারের সরকার ৷ নয়া নির্দেশিকা মোতাবেক, লকডাউন জারি থাকবে আগামী ২৫ মে পর্যন্ত ৷ যদিও প্রশাসন তথা রাজ্য সরকারের দাবি, ইতিমধ্যেই লকডাউনের সুফল মিলতে শুরু করেছে ৷ সেই কারণেই লকডাউনের মেয়াদ বাড়ানো হচ্ছে ৷ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী নীতীশ কুমার তাঁর টুইট বার্তায় লিখেছেন, ‘‘আজ বিহারের লকডাউন নিয়ে একটি পর্যালোচনা বৈঠক করা হয় ৷ সেখানে সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী ও আধিকারিকরা উপস্থিত ছিলেন ৷ লকডাউনের সুফল মিলছে ৷ সেই কারণেই আরও ১০ দিনের জন্য লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল ৷ অর্থাৎ আগামী ১৬ মে থেকে ২৫ মে পর্যন্তও লকডাউন জারি থাকবে ৷’’ প্রসঙ্গত, এর আগে রাজ্য়ের করোনা পরিস্থিতির মোকাবিলা করা এবং সংক্রমণের শৃঙ্খল ভাঙার জন্য ৪ মে থেকে ১৫ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করেছিল বিহার সরকার ৷ এদিন মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে যাবতীয় কোভিড বিধি মেনে চলার আবেদন করেন ৷ তাঁরা যাতে কেউ লকডাউন ভেঙে বাড়ির বাইরে না বের হন, সেই বার্তাও দেন নীতীশ কুমার ৷