১৯ এপ্রিল থেকে ৫৪৩টি কেন্দ্রে ৭ দফায় দেশজুড়ে লোকসভা ভোট, ফলাফল ৪ জুন, ঘোষণা নির্বাচন কমিশনের

লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। শুক্রবারই কমিশনের তরফে জানানো হয়, শনিবার নয়াদিল্লির বিজ্ঞান ভবনে দুপুর ৩টে থেকে ২০২৪ সালের লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হয়৷  ১৯ এপ্রিল থেকে শুরু হবে ভোটগ্রহণ৷ দ্বিতীয় দফার ভোটগ্রহণ ২৬ এপ্রিল৷ ১৮ তম লোকসভা নির্বাচনে প্রায় ৯৭ কোটি ভোটারের এবারের নির্বাচনে ভোট দেওয়ার কথা৷ এদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৪৯ কোটির উপরে, মহিলা ভোটারের সংখ্যা ৪৭ কোটির কিছু বেশি৷   প্রায় ১ কোটি ৮২ লক্ষ ভোটার এবার প্রথম ভোট দেবেন৷ ভোট কেন্দ্রের সংখ্যা ১০ লক্ষেরও বেশি৷  এবারেও ভোট শান্তিপূর্ণ করতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করছে কমিশন৷ থাকবে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী৷ ১৮ তম লোকসভা ভোটের পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, সিকিম, ওড়িশাতে বিধানসভা নির্বাচন ৷ এই ঘোষণা করল নির্বাচন কমিশন ৷ বাংলায় সাত দফায় হবে ভোট। ১৯ এপ্রিল থেকে শুরু হবে ভোট। এরপর প্রতিটি দফাতেই বাংলায় ভোট হবে। উত্তরপ্রদেশ ও বিহারেও বাংলার মত সাত দফায় ভোটগ্রহণ হবে।দেশের মোট ২২টি রাজ্যে এক দফাতেই ভোটগ্রহণ হবে। মহারাষ্ট্র ও জম্মু-কাশ্মীর ভোটগ্রহণ ৫ দফায়। ওডিশা, মধ্যপ্রদেশ ও ঝাড়খণ্ড চারটি দফায় ভোটগ্রহণ হবে। অসম ও ছত্তিশগড়ে তিন দফায় ভোট। কর্ণাটক, রাজস্থান, ত্রিপুরা ও মণিপুরে দু দফায় ভোটগ্রহণ হবে।  

একনজরে দেখে নিন ৭ দফায় লোকসভা নির্বাচনের সূচীঃ

🔴 প্রথম দফা:  ১৯ এপ্রিল (২১টি রাজ্যে)

🔴 দ্বিতীয় দফা: ২৬ এপ্রিল

🔴 তৃতীয় দফা: ৭ মে

🔴 চতুর্থ দফা: ১৩ মে

🔴 পঞ্চম দফা: ২০ মে

🔴 ষষ্ঠ দফা:  ২৫ মে

🔴 সপ্তম দফা: ১ জুন

🟢 ভোট গণনা- ৪ জুন

error: Content is protected !!
13:31