কালনা ঘাটে বালি বোঝাই লরি ভেসেল থেকে গড়িয়ে তলিয়ে গেল

ব্রেক ফেল করে বালিবোঝাই লরি ভেসেল থেকে গড়িয়ে তলিয়ে গেল ভাগীরথীতে। লরিতে জলের নীচেই আটকা পড়লেন চালক ও খালাসি। সেখান থেকে বরাতজোরে প্রাণ বাঁচলেন চালক ও খালাসি। গা শিউরে ওঠার এই ঘটনাটি ঘটেছে কালনা ঘাটে। জানা গিয়েছে, আসানসোল থেকে চাকদা যাচ্ছিল বালিবোঝাই লরিটি। সেইসময় ভাগীরথী নদী পেরনোর জন্য কালনা ঘাটে আসে লরিটি। সেইসময় ভেসেলে তোলার সময়ই বিপত্তি ঘটে। ভেসেলে তুলতে গেলে ব্রেক ফেল হয়ে বালিবোঝাই লরিটি হুড়মুড়িয়ে ভাগীরথী নদীতে তলিয়ে যায়। জলের গভীরে প্রায় ৩০ ফিট নীচে তলিয়ে যায় লরিটি। জলের নীচে প্রায় কয়েক মিনিট আটকেও থাকেন চালক ও খালাসি। মিনিট কয়েক আটকে থাকার পর দরজা খুলে বেরিয়ে আসতে সক্ষম হন চালক ও খালাসি। 

error: Content is protected !!