রেলগেট পার হওয়ার সময় বিকল লরির ইঞ্জিন, শিয়ালদা-বনগাঁ শাখায় ব্যাহত ট্রেন পরিষেবা

শিয়ালদা-বনগাঁ শাখায় হাবড়া ও অশোকনগর রোড স্টেশনের মধ্যে রেলগেট পার হওয়ার সময় পণ্যবোঝাই লরির ইঞ্জিন বিকল হওয়ায় বিপত্তি। সূত্রে খবর, সকাল ৬টা ২০ মিনিটে বারাসাত থেকে হাবড়াগামী বালি বোঝাই লরির ইঞ্জিন বিকল হয়ে সেটি রেললাইনের ওপর দাঁড়িয়ে পড়ে। এর জেরে শিয়ালদা-বনগাঁ শাখার ডাউন লাইনে ট্রেন চলাচল প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকে। পাশাপাশি, যশোর রোডে দেখা দেয় তীব্র যানজট। পরে পরিষেবা শুরু হলেও ধীর গতিতে ট্রেন চলাচল করায় সকালের ব্যস্ত সময়ে ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। 

error: Content is protected !!