
পঞ্জাবের লুধিয়ানায় কারখানার একাংশ ভেঙে মৃত ১
কারখানার বহুতলের একাংশ ভেঙে মৃত্যু হল এক কর্মীর। শনিবার দুর্ঘটনাটি ঘটেছে পঞ্জাবের লুধিয়ানায়। ঘটনায় গুরুতর জখম হয়েছেন পাঁচজন। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। স্থানীয়রা জানিয়েছেন, বহুতল ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে কেঁপে ওঠে গোটা এলাকা। লুধিয়ানার ডেপুটি কমিশনার জ্যোতিন্দর জারওয়াল বলেন, উদ্ধারের পর জখমদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স এবং মেডিক্যাল টিম মোতায়েন রাখার জন্য স্বাস্থ্যদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। ফোকাল পয়েন্ট থানা এবং এনডিআরএফের কর্মীরা উদ্ধারের কাজ করছেন।