মধ্যরাতে আংশিক চন্দ্রগ্রহণ, দেখা যাবে ভারত থেকেও

শনিবার কোজাগরী লক্ষ্মীপুজো ৷ আর এদিন এশিয়া, অফ্রিকা ও ইউরোপের অন্যান্য দেশগুলির সঙ্গে ভারত থেকে দেখা যাবে আংশিক চন্দ্রগ্রহণ ৷ মহাজাগতিক এই দৃশ্য ভারত থেকে গভীররাত পর্যন্ত দেখা যাবে ৷ শনিবার মাঝ রাত ১ টা ৬মিনিট থেকে থেকে গভীর রাত ২টা ২২মিনিট (রবিবার পড়ে যাচ্ছে) পর্যন্ত এই আংশিক চন্দ্রগ্রহণ ভারত থেকে দেখা যাবে ৷ এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের অন্যান্য অঞ্চল থেকেই এই গ্রহণ দেখা যাবে ৷ এদিনই অবশ্য বাংলায় পালিত হচ্ছে কোজাগোরী লক্ষ্মীপুজো ৷ এদিন পৃথিবার ছায়ায় কয়েক ঘণ্টার জন্য আংশিকভাবে ঢাকা পড়বে চাঁদ ৷ জ্যোতির্বিজ্ঞানী দেবীপ্রসাদ দুয়ারী জানিয়েছেন, এই গ্রহণের জন্য অবশ্য চাঁদের আলোর ঔজ্জ্বলের প্রকারভেদ পৃথিবী থেকে তেমন ভাবে ভোঝা যাবে না ৷ তবে চাঁদের একাংশ আংশিকভাবে পৃথিবার ছায়ায় ঠাকা পড়বে ৷ এই ঘরণের ঘটনাকে আম্ব্রাল লুনার একলিপ্স বলে ৷ জানা গিয়েছে, ভারতীয় সময়ে শনিবার রাত 11টা 31 মিনিট থেকে এই চন্দ্রগ্রহণ শুরু হলেও, তা দেখা যাবে গভীর রাত ১টা ৬ মিনিট থেকে ৷ রাত ১টা ৪৪ মিনিটে সবথেকে ভালোভাবে এই চন্দ্রগ্রহণ বোঝা যাবে ৷ রাত ২টো ২২ মিনিট পর্যন্ত চলবে এই গ্রহণ ৷

error: Content is protected !!