দামোদর ভ্যালি কর্পোরেশনের চেয়ারম্যান পদে এম রঘু রাম

দামোদর ভ্যালি কর্পোরেশনের (ডিভিসি) চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করলেন এম রঘু রাম। ২০২১ সালের জানুয়ারি থেকে তিনি ডিভিসি বোর্ডের সদস্য (টেকনিক্যাল) পদে ছিলেন। আপাতত দু’টি দায়িত্ব পালন করবেন। ডিভিসির পূর্ববর্তী চেয়ারম্যান আর এন সিংয়ের নির্দিষ্ট  কার্যকালের মেয়াদ আগেই শেষ হয়েছিল। নতুন চেয়ারম্যান না আসায় তিনি অতিরিক্ত কয়েক মাস দায়িত্ব পালন করেন। আইআইটি দিল্লির এম টেক রঘু রাম ডিভিসি-তে যোগ দেওয়ার আগে রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা এনটিপিসি-র গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে কাজ করেছেন। বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রে তাঁর ৩৩ বছর কাজের অভিজ্ঞতা আছে। 

error: Content is protected !!