ফের হাসপাতালে ভর্তি মদন মিত্র

ফের হাসপাতালে ভর্তি তৃণমূল বিধায়ক মদন মিত্র৷ তৃণমূল বিধায়কের শরীরে হিমোগ্লোবিন কমে গিয়েছে বলেই তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর৷ তবে এবার আর এসএসকেএম নয়, মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে মদন মিত্রকে৷ সূত্রের খবর, আচ্ছন্ন অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয় মদনকে৷ চিকিৎসক সৌরীন পাঁজার তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা শুরু হয়েছে৷ গত ডিসেম্বর মাসের শুরুতেই শ্বাসকষ্ট সহ বেশ কিছু সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হতে হয় মদন মিত্রকে৷ হাসপাতালে থাকাকালীনই কাঁধের হাড় ভাঙে তাঁর৷ গত ১৩ ডিসেম্বর কাঁধে অস্ত্রোপচার হয় মদনের৷ শেষ পর্যন্ত ২২ দিন হাসপাতালে কাটিয়ে গত ২৬ ডিসেম্বর ছুটি পান কামারহাটির তৃণমূল বিধায়ক৷ শুক্রবার সকাল থেকে তার শারীরিক অবস্থায় পুনরায় অবনতি হয়। এর পর বিকেল পাঁচটা নাগাদ বাইপাস লাগোয়া মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় মদন মিত্রকে। মূলত হিমোগ্লোবিন কমে গিয়েছে শরীরে। প্রাথমিকভাবে তাঁকে আপৎকালীন বিভাগে রেখেই চিকিৎসা করছেন চিকিৎসকেরা। বেশ কিছু শারীরিক পরীক্ষার প্রয়োজনীয়তা রয়েছে এই মুহূর্তে।