হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়
কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল প্রবীণ অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়কে ৷ পরে অবশ্য চিকিৎসকরা জানিয়েছিলেন তাঁর অবস্থা স্থিতিশীল, আশঙ্কার তেমন কারণ নেই ৷ চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি ৷ আর এবার অনুরাগীদের জন্য় এল বড় সুখবর ৷ হাসপাতাল থেকে ছাড়া পেলেন এই বর্ষীয়ান অভিনেত্রী৷ বুধবার দক্ষিণ কলকাতার এই হাসপাতালের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, “তাঁর স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলি অনেকটাই মিটে গিয়েছে, তিনি মোটামুটিভাবে সুস্থ রয়েছেন এবং খুশি মনেই বাড়ি ফিরে গিয়েছেন ৷ তবে চিকিৎসা চলাকালীন জানা গিয়েছে, তাঁর পিত্তথলিতে সমস্য়া রয়েছে যার জন্য পরে একটি সার্জারি করাতে হবে ৷”