মধ্যপ্রদেশের ভোপালে মদ্যপ অবস্থায় স্ত্রী-কে গুলি করে খুন, পলাতক অভিযুক্ত বিজেপি নেতা

মত্ত অবস্থায় স্ত্রী’কে গুলি করে খুন করলেন এক বিজেপি নেতা। খুনের ঘটনার পর থেকেই তিনি পলাতক। তাঁর খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।  পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালের সাই নগর কলোনিতে। সেই সময় মত্ত অবস্থায় ছিলেন বিজেপি নেতা রাজেন্দ্র পাণ্ডে। সামান্য কোনও বিষয়ে স্ত্রীর সঙ্গে মতবিরোধ হয়। এরপরেই তুমুল ঝামেলা শুরু করেন। তখনই ঘর থেকে বন্দুক এনে স্ত্রীকে লক্ষ করে পরপর গুলি চালান। গুলি গিয়ে লাগে রাজেন্দ্রর স্ত্রীর কোমরে। রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়েন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, খুনের ঘটনার সময় বাড়িতেই ছিলেন রাজেন্দ্রর মেয়ে ও জামাই। স্ত্রীকে খুন করার পর থেকে পলাতক অভিযুক্ত বিজেপি নেতা। সূত্রের খবর, অভিযুক্ত বিজেপির মণ্ডল ভাইস প্রেসিডেন্ট ছিলেন। বর্তমানে তিনি সেই পদে আছেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। 

error: Content is protected !!