
বিয়ের প্রস্তাবে বারবার প্রত্যাখ্যান, মধ্যপ্রদেশে যুবতীকে গুলি করে খুন
মধ্যপ্রদেশে ধর জেলায় ২২ বছরের যুবতীকে গুলি করে খুন করার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। ২ বছর ধরে যুবতীকে উত্যক্ত করত অভিযুক্ত। যার জেরে থানায় অভিযোগ দায়ের করেন যুবতী। বিয়ের প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করার জেরেই প্রকাশ্য রাস্তায় তাঁকে খুন করল যুবক। যুবতী ব্রহ্মকুণ্ডের বাসিন্দা। একটি রেস্টুরেন্টে কাজ করতেন। বুধবার সকালে একাই কর্মক্ষেত্রে যাচ্ছিলেন। তখনই তাঁকে গুলি করে খুন করে যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবতীর। পুলিশ সূত্রে খবর, দীপক রাঠোর নামের ঘাতক যুবক অতীতে বহুবার যুবতীকে প্রাণনাশের হুমকি দেয়। ঘটনার পরেই সে পালিয়ে যায়। এরপর ব্রহ্মকুণ্ডে তার বাড়িতে গ্রেপ্তারের জন্য পৌঁছয় পুলিশ। কিন্তু ফের সে গুলি চালায়। যার জেরে আহত হন এক পুলিশকর্মী। এরপর দীপকের পা লক্ষ্য করে গুলি চালানো হয়। আহত অবস্থায় তাকে সরকারি হাসপাতালে নিয়ে যায় পুলিশ। ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে।