
মাধ্যমিকে ৬৯৬ নম্বর পেয়ে রাজ্যে প্রথম রায়গঞ্জের আদৃত সরকার
মাধ্যমিক ২০২৫-এর পরীক্ষায় রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করল রায়গঞ্জ করোনেশন স্কুলের ছাত্র আদৃত সরকার। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৬। মাধ্যমিকের ফল ঘোষণা হতেই খুশির জোয়ার আদৃত-র বাড়িতে। পরিবার-পরিজন প্রতিবেশী সকলেই উচ্ছ্বসিত। খবর পেয়ে আদৃতর বাড়িতে শুভেচ্ছা জানাতে ছুটে আসেন স্কুলের শিক্ষক থেকে শুরু করে রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান ও বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা। রায়গঞ্জ শহরের ২৩ নম্বর ওয়ার্ডের বীরনগর এলাকার বাসিন্দা আদৃত। তাঁর বাবা কেন্দ্রীয় সরকারি কর্মী অমিত কুমার সরকার ও মা গৃহবধূ সীমা সরকার। তাঁরা জানিয়েছেন, আদৃত ছোট থেকেই বই নিয়েই ব্যস্ত থাকে। পড়ার বই ছাড়াও গোয়েন্দা গল্পের বই পড়তে ভালোবাসে সে। বড় হয়ে ডাক্তার হতে চায়। তার জন্য প্রস্তুতি নিচ্ছে। আদৃত দিদি অর্পিতা সরকার বলেন, “গোয়েন্দা গল্পের বই ওর সবচেয়ে প্রিয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আবহে বিভিন্ন গল্প পড়তেও ওর ভালো লাগে।” আদৃত জানিয়েছে তাঁর প্রিয় বিষয় ইতিহাস ও বায়োলজি। আর ফল প্রকাশ হওয়ার পর প্রথম প্রতিক্রিয়ায় অদৃত বলল, “যখন পড়তে ইচ্ছা করত, তখন পড়াশোনা করতাম ৷ বাধাধরা তেমন কিছু ছিল না ৷” অদৃতের ফলাফলে খুশি পরিবার-সহ তার স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। শুক্রবার মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হওয়ার পর অদৃত বলে, “এতটা আশা করিনি। ভেবেছিলাম এক থেকে 10-এর মধ্যে থাকব। আমার এই সাফল্যের পিছনে বাবা, মা, স্কুলের শিক্ষক-শিক্ষিকা-সহ যাদের কাছে টিউশন পড়তাম, আমার বন্ধুরা- সকলেই রয়েছে।”