মাধ্যমিক পরীক্ষা দিতে হলে অনলাইনে করতে হবে ফর্ম ফিলাপ, নয়া নির্দেশ পর্ষদের
২০২৫ সালে যাঁরা মাধ্যমিক পরীক্ষায় বসবেন তাঁদের জন্য বড় খবর। মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিলাপের ক্ষেত্রে নয়া পদ্ধতি নিয়ে আসা হচ্ছে। যাতে পড়ুয়াদের স্কুলে গিয়ে কোন সমস্যা না হয়। তবে কোনও সমস্যা হলে অবশ্যই স্কুল সংশ্লিষ্ট ছাত্রছাত্রীকে সাহায্য করবে বলে জানা যাচ্ছে। এবার থেকে অনলাইনে করতে হবে মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিলাপ। তার জন্য সব ব্যবস্থা তৈরি করা হচ্ছে। ২০২৫ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাঁদের এই পথেই হাঁটতে হবে। মধ্যশিক্ষা পর্ষদের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে তেমনটাই জানানো হয়েছে, ২০২৫ যে সকল পড়ুয়ারা মাধ্য়মিক দেবে এবার থেকে তাদের ফর্ম ফিলাপ হবে অনলাইনে। আগামী মাসের ২ ডিসেম্বর সকাল এগারোটা থেকে শুরু হবে ফর্ম ফিলাপ। চলবে ১৮ ডিসেম্বর রাত্রি ১২টা পর্যন্ত। পর্ষদের তরফে একটি ওয়েবসাইট ( www.wbbsedata.com) দেওয়া হয়েছে। সকল মাধ্যমিক পরিক্ষার্থীর তথ্য পর্ষদের ওয়েব সাইটে আপলোড করতে হবে স্কুলগুলিকে। এর আগে পর্ষদের তরফে ক্যাম্প অফিস করা হত। সেখানে গিয়ে অনেকে গিয়েই তথ্য জমা দিয়ে আসতে পারতেন। তবে এবার থেকে আর তা হবে না। ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ১৪ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হবে ২৪ ফেব্রুয়ারি। ১৪ ফেব্রুয়ারি ২০২৫ প্রথম ভাষার পরীক্ষা, ১৫ ফেব্রুয়ারি হবে দ্বিতীয় ভাষা, ১৭ ফেব্রুয়ারি ইতিহাস পরীক্ষা, ১৮ ফেব্রুয়ারি হবে ভূগোল, ১৯ ফেব্রুয়ারি জীবন বিজ্ঞান, ২০ ফেব্রুয়ারি ভৌতবিজ্ঞান, ২২ ফেব্রুয়ারি অঙ্ক ও ২৪ ফেব্রুয়ারি ঐচ্ছিক বিষয়।