মাধ্যমিকে বাড়ল পাশের হার, প্রথম দশে ৬৬ জন, মেধাতালিকার শীর্ষে রায়গঞ্জের অদ্রিত সরকার

প্রকাশিত হল ২০২৫ সালের মাধ্যমিকের ফল। পরীক্ষার ৭০ দিনের মাথায় ফল প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। ১০ ফ্রেবুয়ারি পরীক্ষা শুরু হয়েছিল ৷ এবার মেধা তালিকায় ছেলেদের সংখ্যা কম মেয়েদের থেকে ৷ ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩ জন পরীক্ষার্থী এবার মাধ্যমিক দিয়েছে ৷ পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর জেলা, দ্বিতীয় স্থানে কালিম্পং, তৃতীয় স্থানে রয়েছে কলকাতা ও চতুর্থ পশ্চিম মেদিনীপুর ৷ মেধাতালিকায় এবারও কলকাতাকে টেক্কা জেলার। প্রথম দশে ৬৬ জন ৷ মেয়েদের পাশের হার বেশি ছেলেদের তুলনায় ৷ মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আজ (শুক্রবার) সকাল ৯টা নাগাদ মাধ্যমিকের মেধা তালিকা প্রকাশ করেন ৷ গত বারের তুলনায় পাশের হার সামান্য বেড়েছে। এবছর মাধ্যমিকে পাশের হার ৮৬.৫৬ শতাংশ। গতবার ছিল ৮৬.৩১ শতাংশ।

  • মাধ্যমিকে এবার প্রথম হয়েছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের অদ্রিত সরকার ৷ সে পেয়েছে ৬৯৬ (৯৯.৪৩ শতাংশ) ৷
  • মালদা রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের অনুভব বিশ্বাস দ্বিতীয় হয়েছে ৷ সে পেয়েছে ৬৯৪ ৷ বাঁকুড়া বিষ্ণুপুর হাইস্কুলের সৌম্য পালও ৬৯৪ পেয়ে উভয়ই দ্বিতীয় স্থান অধিকার করেছে ৷
  • বাঁকুড়ার কোতুলপুরের ইশানি চক্রবর্তী ৬৯৩ পেয়েছে তৃতীয় স্থান অধিকার করেছে ৷
  • পূর্ব বর্ধমান রিরোল হাইস্কুল মহম্মদ সেলিম ৬৯২ পেয়ে চতুর্থ স্থান অধিকার করেছে ৷ সেইসঙ্গে পূর্ব মেদিনীপুরের সুপ্রতিক মান্নাও ৬৯২ পেয়ে উভয়ই চতুর্থ স্থান অধিকার করেছে ৷
  • এবছর মাধ্যমিকে পঞ্চম হয়েছে 4 জন। তাদের মধ্যে হুগলি থেকেই রয়েছে তিন জন ৷ সিঞ্চন নন্দী, মহম্মদ আসিফ এবং দীপ্তজিৎ ঘোষ। এছাড়া দক্ষিণ ২৪ পরগনার সোমতীর্থ করণও পঞ্চম হয়েছে। তাদের প্রাপ্ত নম্বর ৬৯১।
  • প্রথম দশ জনের মেধাতালিকায় মোট ৬৬জনের মধ্যে এক জন কলকাতার। বাগবাজারের রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের ছাত্রী অবন্তিকা রায় অষ্টম স্থান অধিকার করেছে। তার প্রাপ্ত নম্বর ৬৮৮।

প্রথম স্থান: ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছেন আদৃত সরকার। ৭০০-র মধ্যে ৬৯৬ নম্বর পেয়েছে সে। অদৃত উত্তর দিনাজপুরের রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের ছাত্র।

দ্বিতীয় স্থান: এ বছর মাধ্যমিকের মেধাতালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ২ জন। তাদের প্রাপ্ত নম্বর ৬৯৪।

  • মালদা জেলার অনুভব বিশ্বাস। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির, মালদা।
  • বাঁকুড়া জেলার সৌম পাল বিষ্ণুপুর হাই স্কুল।

তৃতীয় স্থান: এ বছর মাধ্যমিকের মেধাতালিকার তৃতীয় স্থানে রয়েছে বাঁকুড়া জেলার ঈশানী চক্রবর্তী। তার প্রাপ্ত নম্বর ৬৯৩। ঈশানী কোতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী।

চতুর্থ স্থান: এ বছর মাধ্যমিকের মেধাতালিকার চতুর্থ স্থানে রয়েছে ২ জন। তাদের প্রাপ্ত নম্বর ৬৯২।

  • পূর্ব বর্ধমানের নিরোল হাই স্কুলের ছাত্র মহম্মদ সেলিম।
  • পূর্ব মেদিনীপুরের কাঁথি মডেল ইনস্টিটিউশনের ছাত্র সুপ্রতীক মান্না।

পঞ্চম স্থান: এ বছর মাধ্যমিকের মেধাতালিকার পঞ্চম স্থানে রয়েছে মোট ৪ জন। তাদের প্রাপ্ত নম্বর ৬৯১।

  • হুগলি জেলার গৌরহাটি হরদাস ইনস্টিটিউশনের সিঞ্চন নন্দী।
  • হুগলি জেলার কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুলের ছাত্র চৌধুরী মহম্মদ আসিফ।
  • হুগলি জেলার ইটাচুনা শ্রী নারায়ণ ইনস্টিটিউশনের ছাত্র দীপ্তজিৎ ঘোষ।
  • দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ছাত্র সৌমতীর্থ করণ।

ষষ্ঠ স্থান: এ বছর মাধ্যমিকের মেধাতালিকার ষষ্ঠ স্থানে রয়েছে মোট ৫ জন। তাদের প্রাপ্ত নম্বর ৬৯০।

  • আলিপুরদুয়ার জেলার ফালাকাটা হাই স্কুলের অঞ্চ দে।
  • বাঁকুড়া জেলার বিবেকানন্দ শিক্ষানিকেতন হাই স্কুলের ছাত্র জ্যোতি প্রসাদ চট্টোপাধ্যায়
  • বাঁকুড়া জেলার গোরাসোল মুরলীধর হাই স্কুলের ছাত্র রুদ্রনীল মাসান্তা।
  • উত্তর ২৪ পরগনার টাকি রামকৃষ্ণ মিশন হাই স্কুলের ছাত্র অঙ্কন মণ্ডল।
  • দক্ষিণ ২৪ পরগনার সারদা বিদ্যাপীঠ হাই স্কুলের অভ্রদীপ মণ্ডল।

সপ্তম স্থান: এ বছর মাধ্যমিকের মেধাতালিকার সপ্তম স্থানে রয়েছে মোট ৫ জন। তাদের প্রাপ্ত নম্বর ৬৮৯।

  • আলিপুরদুয়ারের ফালাকাটা হাই স্কুলের ছাত্র দেবার্ঘ দাস।
  • দক্ষিণ দিনাজপুরের গঙ্গারাম হাই স্কুলের অঙ্কন বসাক।
  • বাঁকুড়ার বিবেকানন্দ শিক্ষানিকেতন হাই স্কুলের অরিত্র দে।
  • বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুলের ছাত্রী দেবাদৃতা চক্রবর্তী।
  • পূর্ব বর্ধমানের আমরারগড় হাই স্কুলের সৌরিন রায়।

অষ্টম স্থান: এ বছর মাধ্যমিকের মেধাতালিকার সপ্তম স্থানে রয়েছে মোট ১৬ জন। তাদের প্রাপ্ত নম্বর ৬৮৮।

  • কোচবিহারের তুফানগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল হাই স্কুলের ছাত্র অনির্বাণ দেবনাথ।
  • উত্তর দিনাজপুরের রায়গঞ্জের সারদা বিদ্যামন্দিরের ছাত্র সত্যম সাহা।
  • মালদার জয়ীনপুর হাই স্কুলের ছাত্র আসিফ মেহেবুব।
  • মালদার টার্গেট পয়েন্ট হাই স্কুলের ছাত্র মহম্মদ ইনজ়ামাম উল হক।
  • মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র সৃজন প্রামাণিক এবং অরিত্র সাহা।
  • বাঁকুড়ার বিবেকানন্দ শিক্ষানিকেতন হাই স্কুলের শুভ্র সিনহামহাপাত্র।
  • বীরভূমের রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবনের ছাত্র অরিজিৎ মণ্ডল এবং স্পন্দন মৌলিক।  
  • বীরভূমের নব নালন্দা শান্তিনিকেতন হাই স্কুলের ছাত্রী শ্রীজয়ী ঘোষ।
  • পূর্ব বর্ধমান জেলার বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুলের ছাত্রী পাপড়ি মণ্ডল।
  • বাঁকুড়ার কংসাবতী শিশু বিদ্যালয়ের সৌপ্তিক মুখোপাধ্যায়।
  • পশ্চিম মেদিনীপুরের বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠের ছাত্রী উদিতা রায়।
  • পশ্চিম মেদিনীপুরের মনসুখা লক্ষ্মীনারায়ণ হাই স্কুলের ছাত্র অরিত্র সাঁতরা।
  • দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ছাত্র পুষ্পক রত্নম।
  • কলকাতার রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের ছাত্রী অবন্তিকা রায়।
error: Content is protected !!