আগামী ২ মে মাধ্যমিকের রেজাল্ট

ফেব্রুয়ারিতে নেওয়া হয়েছিল এবছরের মাধ্যমিক পরীক্ষা ৷ পরীক্ষার্থীরা এখন রেজাল্ট বের হওয়ার অপেক্ষায় রয়েছে ৷ এবার তাদের সেই অপেক্ষার অবসান হতে চলেছে ৷ কবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে, সেই বিষয়টি বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ ৷ ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাধ্যমিকের ফল ঘোষণা হবে আগামী ২ মে ৷ সেদিন এবারের মাধ্যমিক পরীক্ষার্থীরা নিজেদের রেজাল্ট জানতে পারবে ৷ উল্লেখ্য, এবার মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১০ ফেব্রুয়ারি ৷ পরীক্ষা শেষ হয় ২২ ফেব্রুয়ারি ৷ তার পর কেটে গিয়েছে দু’মাস ৷ আগামী সপ্তাহের শুক্রবার, অর্থাৎ ২ মে পরীক্ষা শেষের ৬৯ দিনের মাথায় পরীক্ষার্থীরা রেজাল্ট হাতে পাবে ৷ জানতে পারবে, কোন বিষয়ে কত নম্বর পেল তারা ৷ মধ্যশিক্ষা পর্ষদের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২ মে সকাল ৯টায় তারা সাংবাদিক বৈঠক করবে ৷ সেখানেই প্রকাশ করা হবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট৷ সম্ভাব্য মেধাতালিকাও সেখানে জানানো হবে ৷ সকাল ৯টা ৪৫ মিনিট থেকে পড়ুয়ারা ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে রেজাল্ট জানতে পারবে ৷ কোন কোন ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ থেকে রেজাল্ট জানা যাবে, তার বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিতে৷ এর মধ্যে রয়েছে মধ্যশিক্ষা পর্ষদের নিজস্ব ওয়েবসাইট – www.result.wbbsedata.com এবং নিজস্ব অ্যাপ – https://iresults.net/wbbse-app/ । এবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রথমে ছিল ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩ জন । কিন্তু ১৮১ জন পরীক্ষার্থী পরীক্ষা শুরুর শেষ 24 ঘণ্টায় অ্যাডমিট কার্ডের জন্য আবেদন করেছিল । তবে আবেদনকারীর সবাই অ্যাডমিট কার্ড সংগ্রহ করেনি । শেষ মুহূর্তে পরীক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ৯ লক্ষ ৮৪ হাজার ৯১০ । যা গতবারের থেকে ৬০ হাজার বেশি । অন্যদিকে মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল 2683 । তবে এই বছর পরীক্ষায় টুকলি রুখতে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছিল পর্ষদের তরফে । তবে সেই নিরাপত্তার ফাঁক দিয়েও পরীক্ষা চলাকালীন এই বছর উদ্ধার হয়েছে ১৯টি মোবাইল ফোন । একজনের থেকে উদ্ধার হয়েছে স্মার্টওয়াচ । যার জন্য এই বছর বাতিল হয়েছে মোট ২০ জনের পরীক্ষা । অন্যদিকে এই বছর মাধ্যমিক পরীক্ষার ফলাফলের শিক্ষকদের চাকরি বাতিলের প্রভাব পড়ার আশঙ্কা করা হয়েছিল । তবে সেই বিষয়ে আশ্বস্ত করেছিল মধ্যশিক্ষা পর্ষদ । যদিও এই মুহূর্তে মধ্যশিক্ষা পর্ষদের সামনে অবস্থানে রয়েছেন স্কুলের অশিক্ষক কর্মীরা । কিন্তু সেই বিষয়ে নজর রাখার বার্তা মঙ্গলবার বিকাশ ভবন থেকে দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । তিনি বলেছিলেন, ‘‘মাধ্যমিক পরীক্ষার ফল বের হবে । সেখানে খুব গুরুত্বপূর্ণ নথি আছে । সেই কাজকে ভণ্ডুল করা ঠিক নয় । এখানে লক্ষ লক্ষ পড়ুয়াদের ভবিষ্যৎ জড়িয়ে আছে ।” যদিও সেই আবহের মাঝেই চলছে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের কাজ ।

error: Content is protected !!