
জলপাইগুড়িতে মাধ্যমিক দিতে যাওয়ার পথে হাতির হানায় মৃত্যু পরীক্ষার্থীর
মাধ্যমিক দিতে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি পরীক্ষার্থীর। বৃহস্পতিবার পরীক্ষা দিতে যাওয়ার পথে হাতির হানায় মৃত্যু হল এক ছাত্রের। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির বৈকণ্ঠপুর জঙ্গল সংলগ্ন টাকিমারি এলাকায়। ছাত্রের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও তার বন্ধুদের মধ্যে। জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম অর্জুন দাস। বৃহস্পতিবার সকালে বাবার সঙ্গে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল ওই ছাত্র। বৈকণ্ঠপুর জঙ্গল সংলগ্ন টাকিমারি এলাকায় একটি দলছুট হাতি তাদের উপর হামলা চালায়। হাতির হানায় মরাত্মকভাবে জখম হয় অর্জুন দাস। চিকিৎসার জন্য তাকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে সব শেষ। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে পৌঁছেছেন বনকর্মী এবং পুলিশকর্মীরা। জানা গেছে, এদিন বাবা বিষ্ণু দাসের সঙ্গে বাইকে চেপে বেলাকোবার কেবলপাড়া হাইস্কুলে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছিল অর্জুন। বৈকণ্ঠপুর ডিভিশনের মহারাজ ঘাট জঙ্গলে ওঠার আগে একটি হাতির সামনে পড়ে যান তারা। অর্জুন দাসের বাবা বিষ্ণু দাস প্রাণ বাঁচাতে বাইক থেকে ঝাঁপ দেন। কিন্তু পালাতে পারেননি অর্জুন। বাইক থেকে নেমে পালানোর চেষ্টা করার সময় পড়ে যায় রাস্তায়। এরপর দাঁতালটি অর্জুনের দেহ পা দিয়ে চেপে দিয়ে জঙ্গলে ঢুকে যায়। অর্জুন বারোপাটিয়া পাঁচিরামনাহাটা স্কুলের ছাত্র ছিল। তার কেবলপাড়া হাইস্কুলে মাধ্যমিকের পরীক্ষার সিট পড়েছিল। ছাত্রের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।