ঝাঁসিতে পুলিশের এনকাউন্টারে নিহত আতিক আহমেদের ছেলে আসাদ

ঝাঁসিতে উত্তরপ্রদেশ পুলিশের এনকাউন্টারে মাফিয়া আতিক আহমেদের ছেলে আসাদ নিহত হয়েছে বলে জানাল সংবাদ মাধ্যম সংস্থা এএনআই।এই এনকাউন্টারে আতিকের ছেলের সঙ্গে মাকসুদনের ছেলে গোলামও নিহত হয়েছে।ঝাঁসিতে ডেপুটি এসপি নবেন্দু এবং ডেপুটি এস পি  বিমলের নেতৃত্বে উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এর সঙ্গে সংঘর্ষে এই দুইজনের মৃত্যু হয়। নিহত দুজনই প্রয়াগরাজের উমেশ পাল হত্যা মামলায় ওয়ান্টেড ছিল এবং প্রত্যেকের জন্য পাঁচ লাখ টাকা পুরস্কার ধার্য করা হয়েছিল। উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স  জানিয়েছে ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে কিছু অত্যাধুনিক বিদেশী অস্ত্র।

error: Content is protected !!