বিদ্রোহী বিধায়কদের পদ খারিজকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম দ্বারে শিণ্ডেরা

সংখ্যা গরিষ্ঠতা হারিয়েছে মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরের সরকারের। সমর্থন তুলে নিয়েছে ৩৮ জন বিধায়ক। সোমবার সুপ্রিম কোর্টে পিটিশন দাবি করে এমনটাই জানালেন বিদ্রোহীদের নেতা একনাথ শিন্ডে। শিন্ডে সহ ১৬ বিধায়কের বিধায়ক পদ খারিজ নিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল উদ্ধব বাহিনী। এরপর বিধায়ক পদ খারিজের আবেদনকে চ্যালেঞ্জ করে পাল্টা পিটিশন জমা দিয়ে ওই দাবি করেছেন বিদ্রোহীদের নেতা। জানা গিয়েছে, শনিবার মহারাষ্ট্রের ডেপুটি স্পিকার একনাথ শিণ্ডে সহ ১৬ জনকে তাঁদের বিধায়ক পদ খারিজের নোটিশ পাঠিয়েছেন। তাঁদের এদিন বিকেল পর্যন্ত লিখিত উত্তর দিতে বলা হয়েছে। এই পদক্ষেপের বিরুদ্ধে শীর্ষ আদালতে মামলা দায়ের করেন শিণ্ডেরা। সোমবার এই মামলার শুনানি হতে পারে।মহারাষ্ট্রে রাজনৈতিক সংকট চরমে। এর মধ্যে বিধানসভার ডেপুটি স্পিকার নরহরি জিরওয়ালের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলেন ৩৪ জন বিদ্রোহী নেতা। সেই প্রস্তাবও খারিজ করে দেন ডেপুটি স্পিকার। শীর্ষ আদালতে বিদ্রোহীরা আবেদন করেন, নরহরি জিরওয়ালের ডেপুটি স্পিকার পদে থাকার বিষয়ে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত যেন শিণ্ডের শিবিরের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না করা হয়। এদিকে উদ্ধব ঠাকরের শিবিরের তরফে বিধায়ক অজয় চৌধুরিকে পরিষদীয় নেতা ঘোষণা করার সিদ্ধান্তকেও আদালতে চ্যালেঞ্জ জানিয়েছেন তাঁরা।

error: Content is protected !!