সাংসদ পদ চলে যাওয়ার পর এবার সরকারি আবাসন ছাড়তে হবে মহুয়া মৈত্রের

সাংসদ পদ চলে যাওয়ার পর এবার সরকারি আবাসন ছাড়তে হতে পারে মহুয়া মৈত্রকে।  লোকসভার হাউজিং কমিটি এই মর্মে চিঠি লিখল আরবান ডেভলপমেন্ট মন্ত্রক। বিশেষ কোটায় ওই বাংলা মহুয়া মৈত্রকে দেয় আরবান ডেভলপমেন্ট মন্ত্রক। ফলে খুব শীঘ্রই এনিয়ে পদক্ষেপ শুরু হয়ে যেতে পারে। তবে সূত্রের খবর, সরকারি বাংলো ছাড়াতে বলা হয়েছে মহুয়াকে।

error: Content is protected !!