
শিলিগুড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড
শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন রায়পাড়া এলাকায় বৃহস্পতিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড। জানা গিয়েছে, এদিন সন্ধ্যা প্রায় ৬.৩০ নাগাদ একটি প্লাস্টিকের গোডাউনে আগুন লাগে। প্রথমে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করলেও, ক্রমশ আগুনের তীব্রতা বেড়ে যায়। পরে আরও চারটি ইঞ্জিন আনা হয় আগুন নেভানোর কাজে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দাহ্য পদার্থ থাকার কারণে মুহূর্তের মধ্যেই গোডাউনের আগুন চারদিকে ছড়িয়ে পড়েছিল। আগুন লাগার পরপরই এলাকাবাসী আতঙ্কিত হয়ে ঘর ছেড়ে বেরিয়ে আসেন এলাকাবাসীরা।