
লখনউয়ের হোটেলে ভয়াবহ অগ্নিকান্ড, মৃত ২
ভয়াবহ আগুন উত্তর প্রদেশের লখনউয়ের হোটেলে ৷ সোমবার ভোরে লখনউয়ের লেভানা হোটেলে আগুন লাগে ৷ যদিও এখন হোটেলে কেউ আটকে নেই বলেই দাবি করেছেন, আধিকারিকরা ৷ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সূর্যাপাল গাঙ্গওয়ার জানিয়েছেন, তাঁরা হোটেলের রুমগুলি ভালো করে দেখেছেন ৷ হোটেলে থাকা সবাইকে বের করে আনা হয়েছে ৷ জানা গিয়েছে এই ঘটনায় ২ জন মহিলার মৃত্যু হয়েছে । প্রায় ২০ জন সংজ্ঞা হারিয়ে ফেলেন ৷ তাঁদের সকলকে হাসপাতালে পাঠানো হয়েছে ৷