প্রয়াত মালায়লাম পরিচালক জোসেফ মনু জেমস
বড় পর্দায় নিজের পরিচালিত প্রথম ছবির মুক্তি আর দেখে যাওয়া হল না। তার আগেই মৃত্যু পথযাত্রী হলেন মালায়লাম পরিচালক জোসেফ মনু জেমস । গত ২৫ ফেব্রুয়ারি, শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পরিচালক। মাত্র ৩১ বছর বয়সেই পরিচালকের জীবন জ্যোতি নিভে গেল। কেরালার এক হাসপাতালে মালায়লাম পরিচালক জোসেফ মনু জেমসের প্রয়াণ ঘটেছে । হাসপাতালের চিকিৎসক সূত্রে খবর, ২৩ ফেব্রুয়ারি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পরিচালক ভর্তি হয়েছিলেন ওই হাসপাতালে। নিউমোনিয়া থেকে হেপাটাইটিস সংক্রমণ ঘটে তার শরীরে। হেপাটাইটিসেই মৃত্যু হয়েছে তাঁর। ২৬ ফেব্রুয়ারি রবিবার জোসেফের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। পরিচালক জোসেফ মনু জেমসের অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে মালায়লাম চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে।