
মুখ্যমন্ত্রী ও পুলিস সুপারের পদত্যাগের দাবিতে মালদায় অবস্থান বিক্ষোভ বিজেপি নেতা খগেন মুর্ম-র
বামনগোলা কান্ডে রাজ্যের মুখ্যমন্ত্রী ও পুলিস সুপারের পদত্যাগের দাবী নিয়ে পুলিস সুপারের দফতরের সামনে অবস্থান বিক্ষোভ করছেন বিজেপি নেতা এবং সাংসদ খগেন মুর্মু। বামঙ্গোলায় মহিলা নির্যাতনের ঘটনার অভিযোগে অভিযোগে সুর চড়াচ্ছে বিজেপি। জানা গিয়েছে এই অবস্থা বিক্ষোভ যেমন পুলিস সুপারের দফতরের সামনে হচ্ছে, সেইরকমই রবিবার সকাল ১১টা থেকে বামনগোলা থানার সামনেও বিজেপি-র কর্মসূচী রয়েছে। সেখানেও তাঁরা অবস্থান বিক্ষোভ করবেন বলেই জানা গিয়েছে। তাঁরা জানিয়েছেন যতক্ষন নির্যাতিতা সুবিচার পাচ্ছেন না ততোক্ষণ এই অবস্থান চলবে। তাঁরা আরও জানিয়েছেন গত সোমবার বামনগোলা ফাঁড়িতে বিজেপি-র যে বিক্ষোভ কর্মসূচী ছিল সেই ঘটনায় এই নির্যাতিতাদের অভিযুক্ত করা হয়েছে। তাদের দাবি ওদের সঙ্গে এই ঘটনার কোনও যোগ নেই। এরপরেও কেন পুলিশ এই ঘটনা ঘটিয়েছে তাঁর উত্তর চেয়েছেন তাঁরা।