চিনা আগ্রাসন নিয়ে উত্তাল রাজ্যসভা, ওয়াকআউট বিরোধীদের

অরুণাচলে চিনা আগ্রাসন নিয়ে আলোচনার দাবি বিরোধীদের। রাজ্যসভায় আলোচনার দাবি করেন মল্লিকার্জুন খাড়গে । আলোচনার দাবি নস্যাৎ করলে, ওয়াকআউট বিরোধীদের। অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে লাল ফৌজের আগ্রাসন নিয়ে বিরোধীদের আলোচনার দাবিকে ঘিরে উত্তপ্ত হল রাজ্যসভা। এ ব্যাপারে সরকারের বিবৃতি দাবি করে আলোচনার দাবি করে বিরোধী শিবির। কিন্তু চেয়ারম্যান সেই দাবি খারিজ করলে, রাজ্যসভা থেকে ওয়াক আউট করে কংগ্রেস, তৃণমূল সহ সমস্ত বিরোধী দল। সোমবার অধিবেশন শুরুতে অরুণাচলে চিনা আগ্রাসন নিয়ে আলোচনার দাবি করেন বিরোধী দলনেতা কংগ্রেস মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, ‘চিন অরুণাচল প্রদেশে জমি দখলের চেষ্টা করছে। এ নিয়ে সংসদে আলোচনা হওয়া উচিত। এখনই যদি আলোচনা না হয়, তাহলে আর কবে আলোচনা করব ?’ অন্যান্য বিষয় বাদ দিয়ে, এখনই অরুণাচল নিয়ে আলোচনার দাবি করেন খাড়গে। কিন্তু বিরোধী দলনেতার দাবি রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় নস্যাৎ করলে, রাজ্যসভায় হট্টগোল শুরু হয়। বিরোধীদের দাবির পাল্টা টিপ্পনি কাটতে দেখা যায় সরকার পক্ষের সদস্যদের। এরপরেই বিরোধীরা চেয়ারম্যানের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে রাজ্যসভার অধিবেশন ছেড়ে চলে যান। অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে ভারতীয় ও চিনা সেনাদের মধ্যে সংঘর্ষের পর থেকেই বিরোধী দলগুলির পক্ষ থেকে অনুপ্রবেশ নিয়ে আলোচনার দাবি করা হচ্ছিল। বিরোধীদের অভিযোগ, ভারত-চিন সম্পর্কের জটিলতা নিয়ে দেশকে অন্ধকারে রেখেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। মুখে ‘সমস্যা নেই’ বলে দাবি করা হলেও সমস্যা যে রয়েছে, তার প্রমাণ মিলেছে অরুণাচলের সীমান্তে লালফৌজের সঙ্গে ভারতীয় সেনার সংঘর্ষের ঘটনা প্রকাশ্যে আসতে।

error: Content is protected !!