মুখ্যমন্ত্রীর পদে শপথ শিন্ডের, ডেপুটি ফড়ণবীস
মহারাষ্ট্রে কাটল মহা-সংকট ৷ শিবসেনা বিধায়ক হিসেবেই মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন একনাথ শিন্ডে ৷ সমর্থন করল ভারতীয় জনতা পার্টি ৷ বৃহস্পতিবার শিন্ডেকে পাশে বসিয়ে জানিয়ে দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস জানিয়েছিলেন, মন্ত্রিসভায় থাকছেন না তিনি ৷ পরে কেন্দ্রীয় নেতাদের অনুরোধে শিন্ডের ডেপুটি হয়েছেন দু’বারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ শপথ গ্রহণের পরে দুই নেতাকেই শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ কেন্দ্রীয় বিজেপি নেতারা। বৃহস্পতিবার দুপুর ১২টা ২০ মিনিটে বিমানে গোয়া থেকে মুম্বই ফেরেন একনাথ ৷ শিন্ডে শিবিরের দাবি ছিল, বৃহস্পতিবারই মহারাষ্ট্র বিধানসভায় আস্থার ভোটের মুখোমুখি হতে হবে উদ্ধবকে ৷ কিন্তু, উদ্ধব শিবিরের তাতে ঘোরতর আপত্তি ছিল ৷ এ নিয়ে সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয় তারা ৷ তবে, শীর্ষ আদালত জানিয়ে দেয়, বৃহস্পতিবার আস্থাভোট হলে আইনত কোনও বাধা নেই ৷ এরপর রাতেই ইস্তফা দেন উদ্ধব ৷ ফলে আস্থা ভোটের আর কোনও প্রয়োজন ছিল না ৷
I would like to congratulate Shri @mieknathshinde Ji on taking oath as Maharashtra CM. A grassroots level leader, he brings with him rich political, legislative and administrative experience. I am confident that he will work towards taking Maharashtra to greater heights.
— Narendra Modi (@narendramodi) June 30, 2022
Congratulations to Shri @Dev_Fadnavis Ji on taking oath as Maharashtra Deputy CM. He is an inspiration for every BJP Karyakarta. His experience and expertise will be an asset for the Government. I am certain he will further strengthen Maharashtra’s growth trajectory.
— Narendra Modi (@narendramodi) June 30, 2022